নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় বুড়িগঙ্গা নদীতে প্রতিবেশী কিশোরদের সাথে গোসল করতে নেমে রকিবুল ইসলাম (১৪) নামক এক কিশোরের মৃত্যু হয়ছে। শনিবার নদীর পানিতে তলিয়ে গেলেও ঘটনার দুদিন পর সোমবার সকালে তার মৃত দেহ ভেসে উঠে শ্যামপুর ঘাট এলাকায়। নিহত রকিবুল ইসলাম ফতুল্লা থানার পাগলা বৌ বাজার এলাকার রফিকুল ইসলামের পুত্র।
নিহতের বাবা রফিকুল ইসলাম জানায়, শনিবার সকাল নয়টার দিকে একই এলাকার সিয়াম(১৬), ইয়াসিন(১৭), জিম(১৬), ইমরান(১৬), ইবু(১৫) ও শামীম তার পুত্র রকিবুল ইসলাম কে বাসা থেকে ডেকে নিয়ে নদীতে গোসল করতে যায়। পরে সকলে গোসল শেষে বাসায় ফিরিয়া আসিলে ও তার ছেলে বাসায় ফিরে আসে নাই। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ ও দায়ের করেন।
পরবর্তীতে লোক মুখে সংবাদ পান যে শ্যামপুর এলাকায় একটি মৃত দেহ ভেসে উঠেছে। ঘটনাস্থলে গিয়ে তিনি তার ছেলের মৃতদেহ সনাক্ত করেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী জানায়, নিখোঁজ কিশোর শনিবার সকালে তিন কিশোরের সাথে নদীতে গোসল করতে যায়। নিহত রকিবুল সাতার জানতোনা। প্রথমে তারা একটি টিউবে করে সাতরিয়ে একটি বাল্কহেডে যায়।সেখান থেকে সাতার না জানা কিশোর রকিবুল নদীতে লাফ দেয়।সাতার না জানায় সে নদীর পানিতে তলিয়ে যায়।সোমবার সকালে রকিবুলে লাশ শ্যামপুর ঘাটে ভেসে উঠে।
এর আগে রকিবুলের বাবা রোববার ফতুল্লা থানায় নিহত রকিবুলের কয়েক সহোযোগিকে অভিযুক্ত করে ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করে। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে এসে সে তার অভিযোগ প্রত্যাহার করে নেয়। অপরদিকে তার কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করেছে শ্যামপুর নৌ থানা পুলিশ।