করোনা পরিস্থিতিতে হবিগঞ্জে অসহায় হয়ে পড়েছে দরিদ্র পরিবারের বাসিন্দারা। তারা কাজে যেতে পারছে না। আগের মতো কাজও নেই। বিষয়টি নজরে আসে জেলা প্রশাসনের। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। ক্রয় করা হয় ৫০০ হাঁস। হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০ পরিবারের তালিকা করা হয়। সিদ্ধান্ত হয় প্রত্যেক পরিবারকে পাঁচটি করে হাঁস উপহার দেওয়ার। ২ জুলাই দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। গত বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ হাঁসগুলো বিতরণ করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। জেলা প্রশাসক জানান, আর্থিক সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে এ হাঁস উপহার দেওয়া হয়েছে। পরবর্তীতে হাঁস পালনে সফল হলে একটি করে ছাগল দেওয়া হবে।