সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে মদিনা থেকে মক্কায় ফেরার পথে তারা নিহত হন।
নিহত তিন জনই কাতার প্রবাসী বাংলাদেশি বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। তারা হলেন– চট্টগ্রামের হাটহাজারীর শাহ আলম (৪৫), নোয়াখালীর জাকির হোসেন (৫২) ও সিলেটের কবির আহমদ (৩৮)।
জানা গেছে, দুটি প্রাইভেট গাড়ি নিয়ে আট বন্ধু কাতার থেকে সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন ও মদিনা জিয়ারত করতে গিয়েছিলেন। পথে সৌদি-কাতার সীমান্তে এক সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন, শাহ আলম ও কবির আহমদ নিহত হন।
নিহতের লাশ সৌদি আরব আল হাসান হোপ কিং ফাহাদ হসপিটালের মর্গে আছে বলে জানা গেছে।