ঢাকা ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল

রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শতভাগ পাশ

রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শতভাগ পাশ

ঢাকা বোর্ড অনুমোদিত সৌদি আরবের রাজধানী রিয়াদে লাল-সবুজ পতাকাবাহী বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ১৯৭৯ সাল থেকে শিক্ষা কার্যক্রম কৃতিত্বের সাথে পরিচালনা করে আসছে। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ শতভাগ ফলাফল নিয়ে বরাবরের মতই কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের একাডেমিক ডিরেক্টর জনাব আমিনুল হুদা মুঠোফোনে আলোকিত বাংলাদেশ প্রতিনিধিকে জানান, এ বছর রিয়াদ থেকে মোট ৪৩ জন ছাত্রছাত্রী অংশ নিয়ে ১১ জন জিপিএ-৫ সহ সকলেই কৃতিত্বের সাথে পাশ করেছেন। এবছর বাণিজ্য বিভাগ থেকে ১২ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

জনাব হুদা বলেন, 'আমাদের প্রতিষ্ঠান শতভাগ ফলাফল অর্জনে আমরা অনেক খুশি, পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতের আরও ভালো ফলাফল আশা করছি।'

ঢাকা বোর্ড,সৌদি আরব,রিয়াদ,এইচএসসি পরীক্ষা,ফলাফল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত