ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ১১৩ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ১১৩ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী উচ্ছেদে ইমিগ্রেশনের চালানো সাঁড়াশি অভিযানে গ্রেফতার হয়েছেন ২৩৫ জন। এর মধ্যে ১১৩ জনই বাংলাদেশি।

দেশটির জোহর রাজ্যে শুক্রবার থেকে রোববার পর্যন্ত টানা তিনদিন ধরে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

সংবাদমাধ্যম বেরিতা হারিয়ান এক প্রতিবেদনে জানায়, এ অভিযানে ২৩৫ জন অভিবাসীকে গ্রেফতার করে অভিবাসন বিভাগ। এ সংখ্যার মধ্যে রয়েছেন ১১৩ জন বাংলাদেশি।

রাজ্যের অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্র থেকে রোববার পর্যন্ত রাজ্যের পাঁচটি জেলায় রিফ্লেক্সোলজি সেন্টার এবং কোংসি বাড়িতে অভিযান চালিয়ে মোট ২৩৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়।

জোহর ইমিগ্রেশন ডিরেক্টর, দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেছেন, গত ডিসেম্বরে স্বেচ্ছাসেবী পুনর্বিন্যাস কর্মসূচি শেষ হওয়ার পর, তার বিভাগ আর নিয়োগকর্তা, প্রাঙ্গণের মালিক এবং অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং সুরক্ষা প্রদানকারী ব্যক্তিদের সঙ্গে আপস করবে না।

পরিচালক মোহাম্মদ রুসদি বলেন, বৈধ পাস বা পারমিট ছাড়াই শেয়ার্ড হাউস বন্দোবস্তে বিদেশিরা বসবাস করছে বলে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানে গ্রেফতার ২৩৫ জন অবৈধ অভিবাসীর সবাই ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধী। পরবর্তী ব্যবস্থা নিতে গ্রেফতারদের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

মালয়েশিয়া,বাংলাদেশি,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত