ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবের রিয়াদে একটি বহুতল ভবন থেকে পড়ে মো. নজরুল ইসলাম (২৪) নামে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সৌদি আরবের রিয়াদের হারায় স্থানীয় সময় ভোর রাত ৪টায় কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।

নজরুল ইসলাম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের মুরারগাও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিজাম উদ্দিন জানান, পরিবারের অভাব দূর করার জন্য সাড়ে চার মাস আগে সৌদি আরব যান তাঁর ছেলে নজরুল ইসলাম। সেখানে গিয়ে নির্মাণশ্রমিক হিসেবে কাজ শুরু করেন নজরুল। এর মধ্যেই গতকাল নির্মাণকাজ করতে গিয়ে বহুতল ভবন পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিজাম উদ্দিন আরও জানান, নজরুলের বিদেশ যাওয়ার মাত্র চার মাস হয়েছে। প্রায় ৩ লাখ টাকা ঋণ করে তাকে বিদেশ পাঠানো হয়। এক মাস কাজ করে বেতন পেয়ে কিছু টাকা পাঠিয়েছিল। এখনও প্রায় আড়াই লাখ টাকা ঋণ রয়েছে বলে জানান তিনি।

পাশাপাশি মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় নজরুলের পরিবার।

আবা/এসআর/২৫

সৌদি আরব,বাংলাদেশি যুবক,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত