ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকা ওয়াসার উৎপাদন ক্ষমতা চাহিদার চেয়েও বেশি, বললেন মন্ত্রী

ঢাকা ওয়াসার উৎপাদন ক্ষমতা চাহিদার চেয়েও বেশি, বললেন মন্ত্রী
ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসা চাহিদার তুলনায় বেশি পানি উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেছেন, 'ঢাকা শহরে দৈনিক পানির চাহিদা ২৬০-২৬৫ কোটি লিটার। আর ঢাকা ওয়াসার উৎপাদন ক্ষমতা ২৭০-২৭৫ কোটি লিটার। যদিও গ্রীষ্ম ও শীত মৌসুমে পানির চাহিদার তারতম্য হয়ে থাকে।'

সোমবার (৯ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, 'ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দৈনিক পানির চাহিদা প্রায় একশ ৩৫ কোটি লিটার। আর দক্ষিণ সিটি কর্পোরেশনের দৈনিক চাহিদা একশ ২৫ কোটি লিটার।'

তিনি বলেন, 'পানি বিশুদ্ধকরণের কাজটি অত্যাধুনিক কেমিক্যাল পিএসি এলাম সালফেট ও ক্লোরিনেশনের মাধ্যমে করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইসিআর-৯৭ অনুসরণ করে পানির গুণগত মান নিশ্চিত হওয়ার পর নেটওয়ার্কে সরবরাহ করা হয়। ঢাকা ওয়াসা মহানগরীর ১৫০-১৬০টি স্থান হতে নমুনা পানি সংগ্রহ করে তা নিয়মিত পরীক্ষা করে থাকে।'

সরকার দলীয় সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, 'বরিশাল মহানগরীতে দৈনিক পানির চাহিদা ৫ কোটি ৪০ লাখ লিটার। দৈনিক পানি সরবরাহ হয় ২ কোটি ৮৫ লাখ লিটার। ঘাটতি রয়েছে ২ কোটি ৫৫ লাখ লিটার। বর্তমানে বরিশাল মহানগরীতে ৩৮টি উৎপাদক গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে।'

১০টি ভ্রাম্যমাণ পানির ট্যাংক দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের কলোনিসহ গুরুত্বপূর্ণ এলাকায় ৪০ হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি প্রতিদিন সরবরাহ করা হচ্ছে বলে জানান স্থানীয় সরকার। তিনি বলেন, 'ঘাটতির অংশ নগরবাসী ব্যক্তিগত গভীর নলকূপ, খাল-নদী-নালা এবং জলাশয়ের পানি দ্বারা পূরণ করছে।'

বরিশাল সিটি কর্পোরেশনের মোট পানি সরবরাহের প্রায় ৭০% ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরশীল বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, 'ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমানোর জন্য ভূ-পৃষ্ঠ পানির ওপর নির্ভরশীল হতে হবে। সে ক্ষেত্রে, নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ ও চালুর ব্যবস্থা করতে হবে।'

দেশের শহরগুলোতে বসবাসকারী পরিবারের ২১% মানুষের খাবার পানি নিয়ে দুশ্চিন্তা দূর করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান তাজুল ইসলাম।

তিনি বলেন, 'পৌরসভাগুলোতে সুপেয় পানির জন্য দেশের সকল পৌরসভায় পয়েন্ট সোর্সের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু আছে এবং অধিকাংশ পৌরসভায় পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।'

সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, 'পৌরসভাগুলোতে পানি সরবরাহ কভারেজ প্রায় ৯৯.৬% যার মধ্যে পয়েন্ট ওয়াটার সাপ্লাই ও পাইপড ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে যথাক্রমে ৬১.৬% ও ৩%৮ জনগণ পানি সরবরাহ সুবিধা পাচ্ছে। পর্যায়ক্রমে সকল পৌরসভাগুলোতে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু করার নিমিত্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।'

ওয়াসা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত