ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরদের কম্বল দিল ‘ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি’ 

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরদের কম্বল দিল ‘ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি’ 

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)। সোমবার পুরান ঢাকার গেন্ডারিয়ার ঘুণ্টিঘরে সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনের বন্ধুরা।

এসয়ম সংগঠনের সভাপতি রাহাত হুসাইন বলেন, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সামাজিক বাধা নিরসনের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল ধারায় অন্তর্ভুক্ত করতে হবে। তারা আমাদেরই সন্তান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার ন্যায্য ও সম অধিকার নিশ্চিত করতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিশুদের ভালোবাসেন।

তার নেতৃত্বে সঠিক পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগে কেউ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণের কথা চিন্তা করেননি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়েনা ওয়াজেদ পুতুলের প্রচেষ্টায় আজকে অটিজম মোকাবিলায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে বাংলাদেশে অটিজম আন্দোলনের ফলে অনেক অটিস্টিক শিশু মূলধারায় ফিরে আসছে। অসহায় পিতামাতা হতাশা কাটিয়ে পাচ্ছে উৎসাহ, সাহস আর আশ্রয়। বিশ্বে অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে অটিস্টিক শিশুদের মধ্য থেকে তৈরি হয়েছে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। বাংলাদেশের শিশুরা সে পথেই হাঁটছে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ক্লাব ইউনিট আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, গেন্ডারিয়া সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী সচিব সালেহ মোহাম্মদ, প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, শিক্ষক আবুল কালাম, শামসুন্নাহার ডলি, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিক ভিস্তী, কোষাধ্যক্ষ সাইফ আহমেদ সনি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী শাকিল প্রমুখ।

ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি,কম্বল বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত