ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তিতাসের অভিযান 

রাজধানীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, আড়াই লাখ টাকা জরিমানা

রাজধানীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, আড়াই লাখ টাকা জরিমানা
ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুর-১২ ও আলোকদি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও ঢাকা জেলা প্রশাসন। এ অভিযানে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি ) সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুর কুমার দাস এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আলোকদিতে একটি ডাইং কারখানায়, খাবার হোটেল ও ৪টি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আমরা বাসা বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করতে দেখেছি। এজন্য আমরা আইন অনুযায়ী অর্থদণ্ড দিয়েছি।

তিনি বলেন, আমরা সবাইকে সচেতন হতে বলব। মানুষের মধ্যে যদি দেশপ্রেম থাকে, তাহলে তারা আর অবৈধভাবে গ্যাস ব্যবহার করবে না, দেশের সম্পদ নষ্ট করবে না।

তিনি আরো বলেন,কোথাও অবৈধ গ্যাস সংযোগ পাওয়া গেলে জেল- জরিমানা করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর প্রকৌশলী মো: শাহিদুরহ রহমান বলেন, আমরা অভিযানের মাধ্যমে মিরপুর এলাকা কে অবৈধ গ্যাস সংযোগ মুক্ত করব।

মিরপুর,অবৈধ গ্যাস সংযোগ,অভিযান,তিতাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত