ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিবে তিতাস

অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিবে তিতাস

অবৈধ গ্যাস সংযোগ দেয়া বন্ধ না করলে সেই সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লাহ।

রোববার (৫ মার্চ) দুপুরে গাজীপুর ডিভিশন ও সাভার আঞ্চলিক বিপণন বিভাগের উদ্যোগে বিভিন্ন পোশাক কারখানার মালিক ও বাড়ির মালিকদের সাথে মতবিনিময় সভায় আয়োজন করে তিতাস।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগের কারণে বিভিন্ন এলাকায় রান্নার চুলায় গ্যাসের প্রেসার কমে গেছে। তাই অবৈধ সংযোগ প্রদানকারীদের কঠোরভাবে প্রতিহত করতে হবে। এদের খুঁজে বের করে কঠিন বিচারের মুখোমুখি করা হবে।

তিতাস অফিসের কোন কর্মকর্তা, কর্মচারী বা ঠিকাদার অবৈধ গ্যাস সংযোগে জড়িত থাকলে তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন তিনি।

অবৈধ,গ্যাস,সংযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত