ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবাজারে এসি বিস্ফোরণ থেকে আগুন

বঙ্গবাজারে এসি বিস্ফোরণ থেকে আগুন

রাজধানীর বঙ্গ মার্কেটে এসি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে দাবি করছে ফায়ার সার্ভিস ও তদন্তকারী সংস্থা। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫১ টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেছেন, এসি বিস্ফোরণের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে বিস্তারিত আগুন নিয়ন্ত্রণের পর ভালোভাবে জানা যাবে।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনার সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণের সময় দেখা গেছে দফায় দফায় এসি বিস্ফোরণ হচ্ছিল। এজন্য ধারণা করা হচ্ছে এসি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে, ব্যবসায়ীরা বলছেন, মার্কেটের মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল, কিন্তু এসি বিস্ফোরণ হলো কীভাবে সেটা আমরা বুঝে উঠতে পারছি না।

এসি,বিস্ফোরণ,অগ্নিকাণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত