ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পানি সংকটে ফায়ার সার্ভিস

পানি সংকটে ফায়ার সার্ভিস

বঙ্গবাজারের আগুন বেড়েই চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সংস্থাটি বলছে পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রায় ৬ ঘণ্টার চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। সংস্থাটি বলছে, পানির স্বল্পতার কারণে দ্রুত গতিতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে আমরা যথেষ্ট চেষ্টা করছি। আমাদের পানির সংকট রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে পানি আনা হচ্ছে, তবে পানির গতি কম হওয়ায় জায়গা মতো পানি পৌঁছানো যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনা, নৌ, বিমানবাহিনী, বিজিবি ও একটি হেলিকপ্টার।

প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দুই তলা থেকে আগুনের সূত্রপাত। এসি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে দাবি করছে ফায়ার সার্ভিস ও তদন্তকারী সংস্থা।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনা তাদের পথে নামিয়ে দিল। মাত্রই ঈদের বাজার শুরু হয়েছিল। ঠিক সেই মুহূর্তে এ ধরনের আগুন ব্যবসায়ীদের পথে নামিয়ে দেবে।

কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, সারাবছর অপেক্ষা করে থাকে এই ঈদ মৌসুমে ব্যবসা করবে বলে। কিন্তু আগুন তাদের সব শেষ করে দিল।

আগুন,পানি,অভাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত