ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সব বাহিনী

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সব বাহিনী

রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর পাশাপাশি কাজ করছে বিজিবি। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবাহিনীর একটি হেলিকপ্টারও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।

বিজিবি থেকে বলা হয়, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বিজিবি।

ফায়ার সার্ভিসের সহকারী মিডিয়া কর্মকর্তা আনোয়ার বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫১ টি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকাল ৬টায় বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করে।

প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। এসি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে দাবি করছে ফায়ার সার্ভিস ও তদন্তকারী সংস্থা।

আগুন,নিয়ন্ত্রণ,বাহিনী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত