বঙ্গবাজার মার্কেটে লাগা ভয়াবহ আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে উপর থেকে পানি ফেলা হচ্ছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকেও যোগ দিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনা, নৌ, বিমানবাহিনী, বিজিবি ও একটি হেলিকপ্টার। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবুও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না আগুন। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, তারা সাধ্যমতো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ জন্য আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলের পুকুর থেকে পানি দিচ্ছে ফায়ার সার্ভিস।
রাজধানীর হাতিরঝিল থেকে হেলিকপ্টারে পানি তুলে নিয়ে বঙ্গবাজারের উপর থেকে তা নিচে ফেলছে বিমানবাহিনী।
এরই মধ্যে ভয়াবহ এ আগুন ছড়িয়ে পড়ছে আশপাশের চারটি ভবনে। অতিরিক্ত মানুষ সেখানে যাওয়ার কারণে আগুনে নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের।