ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবাজারে আগুন নির্বাপণে এখনো কাজ করছে ১২ ইউনিট

বঙ্গবাজারে আগুন নির্বাপণে এখনো কাজ করছে ১২ ইউনিট

এখনো নেভেনি বঙ্গবাজারে লাগা আগুন। দীর্ঘ এই সময়ে অক্লান্ত পরিশ্রম করলেও আগুন নেভানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফায়ার সার্ভিস। বুধবার (৫ এপ্রিল) দুপুর ১টায় ফায়ার সার্ভিস অধিদফতরের গেটে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ তথ্য জানান।

তিনি জানান, এখনো আমাদের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। পুরোপুরি আগুন না নিভলে আমাদের কাজ চলমান থাকবে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, বঙ্গবাজার মার্কেটের উত্তরে থাকা এনেক্সকো ভবনে এখনো ধোঁয়া বের হচ্ছে। ভবনটির ৫ ও ৬ তলায় আগুন আছে। আগুন নেভানোর জন্য পানি দিলেও পরে আবারও ধোঁয়া বের হচ্ছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আগুন নেভাতে সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। এরপর সেখানে নির্বাপণ কাজে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যসহ র‌্যাব, বিজিবি ও ওয়াসার সদস্যরা।

আগুন,বঙ্গবাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত