খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ১২:৩৫ | অনলাইন সংস্করণ

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারী প্রকল্প (ডিএনসিসি পিএ ৩) এর আয়োজনে মিরপুরস্থ মাতৃসদনের সভাকক্ষে ইফতার মাহফিল এবং আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও কর্ম বিষয়ক ভিডিওচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জীবনী সম্পর্কে আলোচনা করেন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ ও উপ-পরিচালক মোখলেছুর রহমান। মিশনের সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে ও সহকারী পরিচালক ডা: নায়লা পারভিন সভা পরিচালনা করেন। এসময় স্বাস্থ্য সেক্টর ও প্রকল্পের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। তাদের অক্লান্ত পরিশ্র‍ম, ঐকান্তিক চেষ্টা ও আন্তরিকতায় ইফতার ও দোয়া মাহফিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ইফতার মাহফিলে মিশন প্রতিষ্ঠাতার রুহের মাগফেরাত কামনা করা হয় ও মিশনের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।