আগুন নিয়ন্ত্রণে নিউমার্কেটমুখী সব সড়ক বন্ধ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩, ১১:৩৬ | অনলাইন সংস্করণ

রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন নির্বিঘ্নে নিয়ন্ত্রণের জন্য সিটি কলেজ থেকে নিউ মার্কেটমুখী সব সড়ক বন্ধ রাখা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) ভোরে এই আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০ টি ইউনিট। 

আগুন লাগার পরেই ঘটনাস্থলে আসে পুলিশ। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে গাড়ি চলাচল বন্ধ করে দেয় তারা। সড়কে শুধু ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। 

আগুন লাগার তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেছেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। 

এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরাও। আর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবির সদস্যরা কাজ করছেন।