রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে রেলপথে ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) দুপুরের দিকে কোটবাড়ি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া হাতিটিকে উদ্ধারের পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। তবে হাতিটির মাহুত বা মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আকবর আলী জানান, দুর্ঘটনার পর মাহুত অন্য হাতিটি নিয়ে পালিয়ে যায়। মৃত হাতিটি বনবিভাগের কর্মকর্তাদের কাছে হাস্তান্তর করা হবে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস হাতিটিকে ধাক্কা দেয়। পরে প্রাণটিকে একটি ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হলে ট্রেনটি ওই এলাকা ছেড়ে যায়। হাতিটি কেন রেললাইনের পাশে ছিল তা জানাতে পারেননি তিনি।