ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিএমপি কমিশনার

জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তারপরও পুলিশি তৎপরতা রয়েছে এবং সেটা অব্যাহত থাকবে। বুধবার (২৮ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

খন্দকার গোলাম ফারুক বলেন, জাতীয় ঈদগাহে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন। বৃষ্টি মোকাবিলায় যে ব্যবস্থা রাখা হয়েছে, তাতে নামাজের কোনো সমস্যা হবে না। এ সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ঈদগাহের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করবে। তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তার স্বার্থে সবাইকে চেক করে প্রবেশ করতে দেওয়া হবে।

জঙ্গি হামলার আশঙ্কার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। সে রকম কোনো আশঙ্কা থাকলে সিটিটিসি (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) প্রস্তুত থাকবে। ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে তিনি বলেন, আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আমাদের মোবাইল টিম বাসাবাড়ির গার্ডের সঙ্গেও যোগাযোগ রাখছে। কোনো ধরনের সমস্যা দেখলেই তারা যেন আমাদের অবহিত করেন, তা জানানো হয়েছে।

তিনি বলেন, কসাইয়ের ছদ্মবেশে রেকি করে অপরাধের বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাবেন। যেকোনো তথ্য পেলে আমরা ব্যবস্থা নিতে পারব। রাজধানীতে যেসব অপরাধী ছিল তাদের অনেককেই আমরা গ্রেপ্তার করেছি। যেহেতু আদালত ঈদের ছুটির কারণে বন্ধ রয়েছে, তাই তাদের জামিন পাওয়ার সুযোগ নেই।

নগরবাসীর নিরাপদে ঈদ উদযাপনের আশ্বাস দিয়ে কমিশনার বলেন, ডিএমপির ৩২ হাজার পুলিশ সদস্যের মধ্যে ৩-৪ হাজার জনকে হয়তো ছুটি দেব। বাকিরা নগরবাসীর সেবায় ঢাকায় দায়িত্ব পালন করবেন, তাদের ঈদ নেই।

জঙ্গি,হামলা,তথ্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত