ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসি'র চিরুনি অভিযান

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসি'র চিরুনি অভিযান

রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে একযোগে চিরুনি অভিযান শুরু করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (১০ জুলাই) আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজে এডিস মশার লার্ভা নির্মূল অভিযান চালানোর সময় সাংবাদিকদের এমন তথ্য জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।

কাউন্সিলর মানিক বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র ফজলে নুর তাপস ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে ডিএসসিসির যার যার ওয়ার্ডে চিরুনি অভিযান চালানোর নির্দেশ দেয়ায় প্রতিদিন আমার ওয়ার্ডে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, নির্মানাধীন ভবন এবং বাসা-বাড়িতে এডিস মশার লার্ভা ধ্বংসে কাজ করে যাচ্ছি ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্যে মোট ভর্তি হয়েছেন ১১ হাজারের বেশি মানুষ। এর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন প্রায় ৯ হাজার জন।

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে শহরগুলোতে প্রতিবছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায় ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছিলেন ১ লাখের বেমি মানুষ। সেই সময় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

রাজধানী,ডিএসসিসি,ডেঙ্গু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত