ইমাম হাসান(রা:)‘র খিলাফত ও শাহাদাত

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ২০:৫৩ | অনলাইন সংস্করণ

পুরান ঢাকায় মুহিব্বিনে আহলে বাইত (রা:) এর উদ্যোগে ইমাম হাসান (রা:) এর খিলাফত ও শাহাদাত বিষয় আলোচনা ও রচনা প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) পুরান ঢাকার সাতরওজায় অবস্থিত খানকাহ আবুল উলাইয়া দরবার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ শাহ মোহাম্মদ আওসাফ এলাহী। এতে উপস্থিত ছিলেন মো. নুরুল আবছার তৈয়বী, সৈয়দ শাহ মুহাম্মদ এরাফ, সৈয়দ আমিনুল এহসান ফেরদৌস ও মো. নাজিমউদ্দিন আহমদ। 

এসময় বক্তরা বলেন ইমাম হাসান (আ.) তৃতীয় হিজরীর ১৫ই রমজান মদিনায় জন্মগ্রহণ করেন। ৭ বছর পর্যন্ত স্বীয় নানা হযরত মুহাম্মাদ (স.) এর সান্নিধ্য লাভের পর পিতা হযরত আলী (রা:) সাথে ছিলেন প্রায় ৩০ বছর। আমিরুল মু'মিনীন (আ.) এর শাহাদাতের পর ১০ বছর যাবত ইমামতের দায়িত্ব পালন করেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে ধার্মিক বিষয়ে রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।