দীর্ঘ ৪ ঘন্টার চেষ্টায় সাইদ গ্র্যান্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ১০:৩৪ | অনলাইন সংস্করণ
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সাইদ গ্র্যান্ড সেন্টারে লাগা আগুন টানা চার ঘণ্টারও বেশি সময় চেষ্টার পরে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। একে একে ২৪টি ইউনিট নিয়ে দীর্ঘ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেওয়া হয়।
বুধবার (১১ অক্টোবর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম।
মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে রাত ১টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে একে একে ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ১৩তলা বিশিষ্ট সাইদ গ্রান্ড সেন্টারের ১০তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। বহুতল ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে টার্ন টেবল লেডার (টিটিএল)। এই গাড়িটি দিয়ে ৬৮ মিটার উচ্চতা অর্থাৎ বহুতল ভবনের ২৪তলা পর্যন্ত অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজ করা যায়।
উল্লেখ্য, প্রথমে বিএনএস সেন্টারে আগুনের তথ্য দিয়েছিল ফায়ার সার্ভিস। পরে রাত ৩টা ১১ মিনিটে সংশোধনী দিয়ে জানানো হয়, বিএনএস সেন্টারে নয়। বিএনএস সেন্টারের ঠিক পাশের ভবন সাইদ গ্রান্ড সেন্টারে আগুনের ঘটনা ঘটেছে।