ভোটের দিন সকালে রাজধানীর কেন্দ্রগুলোতে পৌঁছে দেয়া হয়েছে ব্যালট পেপার।
রোববার (৭ জানুয়ারি) ভোর পাঁচটায় কাকরাইলের ইউলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে ১১০ টি কেন্দ্রের ব্যলট পেপার প্রিজাইডিং অফিসারের নিকট বুঝিয়ে দেন রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম।
এছাড়াও টিচার্স ট্রেনিং কলেজ থেকে বাকি কেন্দ্রগুলোর ব্যালট পেপার বিতরণ করা হয়।
এসময় রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম বলেন, ভোট শুরু হওয়ার আগেই সব কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে।
তিনি আরও বলেন, রাতে রাজধানীতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সারাদিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে রাজধানীতে ভোট অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।