রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলিতে প্রেসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় সোয়া এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টা ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এখন আগুন নির্বাপনের কাজ চলছে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১ এর কমান্ডার ফয়সালুর রহমান সাংবাদিকদের বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। খবর পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে আশপাশের ইউনিট চলে আসে। পরে হেডকোয়ার্টার থেকেও ইউনিট যোগ দেয়। এখানকার লোকজনও খুব সাপোর্ট দিয়েছে।
ভবনটিতে পানির রিজার্ভার ছিলো জানিয়ে তিনি আরও বলেন, এখানে বের হওয়ার সিঁড়িও আছে। হতাহত এখনও হওয়ার খবর নেই।
আগুন নেভানোর পরে রিপোর্ট দেওয়ার পর অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য কমিটি করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
এর আগে, রাত সাড়ে ৯টার দিকে পাটুয়াটুলির ঘি পট্টির একটি প্রেসে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জাননো হয়, আগুন লাগার পর ৯টা ৪৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে সদরঘাট, সূত্রাপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে।