ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পুরান ঢাকার আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে 

পুরান ঢাকার আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে 

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার প্রচেষ্টায় শনিবার (২৩ মার্চ) সকাল ৬ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সহকারী উপপরিচালক শাজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (২৩ মার্চ) ভোররাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজার লাগোয়া ইসলামবাগ এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে তিনটা নাগাদ এ আগুনের খবর পায় দমকল বাহিনী। ৫ মিনিট পরেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়ানো হয়।

এ ঘটনায় এখন হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রসঙ্গত, ইসলামবাগ এলাকাটি কেমিক্যাল, পলিথিন ও প্লাটিক তৈরির কারখানায় পূর্ণ। ঘিঞ্জি এলাকাটির পরতে পরতে ছড়িয়ে আছে নানা দাহ্য পদার্থ। এর আগেও বেশ কয়েকবার এ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রাজধানী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত