‘শিশু-মানসে নৈতিকতার বীজ বুনতে হবে’

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ২০:৩৪ | অনলাইন সংস্করণ

রাজধানীর ধানমণ্ডির বিলিয়া মিলনায়তনে এথিকস এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের (ইটুএসডি) আয়োজনে এক সেমিনারের অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর ধানমণ্ডিতে বিলিয়া মিলনায়তনে শনিবার (২৩ মার্চ) আয়োজিত ‘সময়ের আলোকে নৈতিক সমাজ গঠন’ শীর্ষক এই সেমিনার সঞ্চালনা করেন ইটুএসডি-র সিইও কাজী আলী রেজা এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর চিন্ময় মুৎসুদ্দী।

এথিকস এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ইটুএসডি)-এর সেমিনারে আলোচকরা বলেছেন, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে নৈতিকতা না থাকলে শিক্ষার্থীরা কখনও নৈতিক মানুষ হবে না। শিশু-মানসে নৈতিকতার বীজ বোনার প্রতি গুরুত্ব দিয়েছেন তারা।

আলোচনায় অংশ নেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম রহমান, মিশনের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শরিফুল আলম, সোয়ান গ্রুপের সভাপতি খবীর উদ্দিন খান, জাতিসংঘ তথ্যকেন্দ্রের সাবেক প্রধান ড. এম মনিরুজ্জামান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য সালাহউদ দীন আহমেদ, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আবিপ্রবি)-এর দ্য ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সারওয়ার মোরশেদ, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের সহকারী অধ্যাপক নাজমা আক্তার এবং রাজধানীর টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. আমিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে কাজী আলী রেজা প্রকল্পের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন। ইটুএসডি-র চলমান কার্যক্রমের ওপর পাওয়ার প্রেজেন্টেশন দেন চিন্ময় মুৎসুদ্দী। এরপর প্রকল্পের থিম সং ‘মানুষ হতে চাই’ পরিবেশন করা হয়। রাজধানীর ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ইটুএসডি পরিচালিত নৈতিক শিক্ষা কার্যক্রমের ইমপ্যাক্ট অ্যানালিসিস উপস্থাপন করেন প্রশিক্ষক ও গবেষক মো. সাইফুজ্জামান রানা।

অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, নৈতিকতার আসল শিক্ষা আসতে হবে পরিবার থেকে; তবেই এর ভিত শক্ত হবে। প্রফেসর ড. কাজী শরিফুল আলম বলেন, বাবা-মা নীতিবান না হলে সন্তান নীতিবান হবে না। খবীর উদ্দিন খান বলেন, শিক্ষার্থীর নৈতিক দিক শক্তিশালী না হলে তাকে মেধাবী বলা উচিত হবে না। ড. এম মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের শেখাতে হবে, আগে মানুষ হও, তারপর জীবিকার চিন্তা। সোহরাব হাসান বলেন, সমাজের মাথায় নৈতিকতার অবক্ষয় ঘটেছে, আগে এর সংশোধন করা উচিত।

সালাহউদ দীন আহমেদ বলেন, আমরা সবকিছুকে নষ্টদের অধিকারে যেতে দিতে পারি না। অধ্যাপক ড. মো. সারওয়ার মোরশেদ বলেন, সৎ নাগরিক হওয়ার শিক্ষা দিতে হবে প্লে ক্লাস থেকে। অধ্যাপক নাজমা আক্তার বলেন, শিশু-মননে নৈতিকতার বীজ না বুনলে ভালো ফল আসবে না।

বক্তারা ইটুএসডি-র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা প্রতিষ্ঠার কাজে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।