ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল

একশত দরিদ্র রিকশাচালকের মাঝে ঈদ উপহার বিতরণ

একশত দরিদ্র রিকশাচালকের মাঝে ঈদ উপহার বিতরণ

আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল, মিরপুর এর সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ও উপ-পরিচালক ডাঃ সুব্রত মিস্ত্রীর তত্ত্বাবধানে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসকে সামনে রেখে “দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে উচ্চ রক্তচাপের প্রবণতা” শীর্ষক একটি পর্যবেক্ষণমূলক গবেষণা কার্যক্রম

পরিচালিত হচ্ছে।

এর অংশ হিসেবে উক্ত গবেষণা কার্যক্রমে অংশগ্রহণকারী ১০০ জন রিকশা চালক নিতান্ত গরিব এবং দরিদ্র সীমার নিচে বসবাসকারী বলে গবেষণার তথ্যে উঠে এসেছে। কার্যক্রমে অংশগ্রহণকারী এমন ১০০ জন দরিদ্র রিক্সা চালককে ২৫ শে মার্চ ২০২৪ হাসপাতালের কনফারেন্স রুম থেকে ঈদ উপহার হিসেবে একটি করে পাঞ্জাবি বিতরণ করা হয়।

এই কার্যক্রমটি আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল, মিরপুর, ডক্টরস ক্লাব ও নগরদোলা এর একটি যৌথ প্রয়াস।

পাঞ্জাবি বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক কাজী ফরহাদ আলভী, উপ- পরিচালক ডাঃ সুব্রত মিস্ত্রী, বিশিষ্ট অনকোলজিস্ট মেজর জেনারেল অধ্যাপক ডাঃ আজিজুল ইসলাম, গাইনি বিশেষজ্ঞ ডাঃ সেলিনা পারভীন সহ হাসপাতাল কর্মকর্তা-কর্মচারীগন। তাছাড়া আসন্ন ঈদ উপলক্ষে হাসপাতালের দরিদ্র পরিচ্ছন্নতা কর্মী, রাধুনী, মহিলা পিসিএদের মাঝে থ্রি পিস বিতরণ করা হয়।

রিকশাচালক,ঈদ উপহার,আহছানিয়া মিশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত