ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে চাঁদাবাজ ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১১

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে চাঁদাবাজ ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১১

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৭ জন পরিবহন চাঁদাবাজ ও ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

আজ বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার সময় তাদের গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১০।

উক্ত অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে ৫ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- ১। মোঃ রাহাদ (২১), পিতা-মোঃ জামাল , সাং-মুহাম্মদপুর, থানা-আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জ, ২। মোঃ রাজু (৩০), পিতা-আমির হোসেন, সাং-মদনপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ পারভেজ হোসেন (২৪), পিতা-মোঃ আঃ খালেক, সাং-সুগন্ধী, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ৪। মোঃ জাকির হোসেন (২৪), পিতা-মৃত আজাহার পরামানিক, সাং-দৌলদিয়া, থানা-গোয়ালন্দ, জেলা-রাজবাড়ী, ৫। কামাল ভান্ডারী (৪২), পিতা-মৃত খোরশেদ ব্যাপারী, সাং-চরচন্দা ব্যাপারী কান্দি, থানা-সখিপুর, জেলা-শরিয়তপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ ৩ হাজার ৫৬০ টাকা ও ১টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল বুধবার (১৫ মে) দুপুর আনুমানিক দেড়টার সময় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে ২ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- ১। মোঃ সোহান মুন্সি (২৭), পিতা-মোঃ শাহজাহান মুন্সি, ২। রায়হান খান (২৪), পিতা- মজিবর খান, সর্বসাং-নবীনগর খালপার, থানা-যাত্রাবাড়ী, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ ৪ হাজার টাকা ও ১টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

এছাড়া গতকাল দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মোড় এলাকায় র‌্যাব-১০ এর অপর আরেকটি আভিযানিক দল অপর একটি অভিযান পরিচালনা করে ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- ১। মোঃ মনির হোসেন (৩০), পিতা-মৃত আঃ জলিল, সাং-কুমিরপুর, থানা-পালং, জেলা-শরিয়তপুর, ২। মোঃ মিরাজ (২৫), পিতা-মৃত সুন্দর আলী, সাং-শাহআলীর মাজার, থানা-মিরপুর, ঢাকা, ৩। সজিব (২২), পিতা-মহিউদ্দিন, সাং-গুরিন্দা, থানা-তজিমুদ্দিন, জেলা-ভোলা ও ৪। মোঃ শরিফ (২৫), পিতা-মোঃ মিজান, সাং-তুলাগাছিয়া, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় এবং পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও বিভিন্ন ধরণের প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। র‌্যাবের এই অভিযানিক কার্যক্রম ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

অভিযান,ছিনতাইকারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত