মধ্যরাতে বিএনপির কার্যালয়ে ডিবির অভিযান
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১০:০৭ | অনলাইন সংস্করণ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। এ সময় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।
মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে একটা পর্যন্ত অভিযান চালায় ডিবি।
অভিযান শেষে হারুন অর রশিদ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, অভিযানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ওয়াশরুম থেকে বেশ কিছু ককটেল ও বাঁশের লাঠি জব্দ করা হয়েছে। এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণসহ সাতজনকে গ্রেফতার করা হয়।
হারুন অর রশিদ আরও বলেন, আমরা (ডিবি পুলিশ) কয়েকদিন ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে। যারা গুজব ছড়াচ্ছে, অপরাজনীতি করেছে তাদের নাম আমরা পেয়েছি। তাদের সবাইকে গ্রেফতার করা হবে।
ডিবির হারুন দাবি করেন, একটি দল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ছাত্রদের ব্যবহার করছে। কোটাবিরোধী আন্দোলনকে ব্যবহার করছে। তাদের গ্রেফতারে ডিবি বিভিন্ন এলাকায় কাজ করছে।
ডিবির অভিযানের পর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ভিন্নখাতে নিতে সরকার অন্যায়ভাবে বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছে। কার্যালয় থেকে যেসব সরঞ্জাম পাওয়ার কথা বলা হচ্ছে, তা আসলে পুলিশের চাতুর্য।