মিরপুর ১০ নম্বরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের সংঘর্ষে মিরপুর ১০ এলাকা রণক্ষেত্রে রূপ নিয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টার পর সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
জানা যায়, ‘কোটাবিরোধী আন্দোলনের ওপর ভর করে স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে মিরপুরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হটিয়ে মিরপুর ১০ নম্বর দখলে নেয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সমাবেশ চলাকালে ওই এলাকায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত হয়। তারা ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। আন্দোলনকারীরা সমাবেশের জন্য আনা চেয়ার ভাঙচুর করে ও ব্যানার ছিঁড়ে ফেলে।
পরে আন্দোলনকারীরা ধাওয়া দিয়ে পুলিশকে মিরপুর থানার দিকে নিয়ে যায়। আবার পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের মিরপুর ১০ নম্বরের দিকে নিয়ে যায়। এ সময় পুলিশ টিয়ার শেল ছুড়ে, গুলি করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। সংঘর্ষের সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।
সংঘর্ষের ওই মিরপুর ও এর আশপাশের এলাকায় সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।