ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীতে সকালে একপশলা স্বস্তির বৃষ্টি

রাজধানীতে সকালে একপশলা স্বস্তির বৃষ্টি

প্রচণ্ড গরমে যখন হাঁসফাঁস অবস্থা তখন রাজধানীতে সকালে নেমে এলো একপশলা স্বস্তির বৃষ্টি। সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, বেলা গড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ। বেলা ১১টার দিকে নামে স্বস্তির বৃষ্টি। বৃষ্টির পরিমাণ কম হলেও গরমের তীব্রতা কিছুটা কমেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার কিছু সময় আগে আকাশ মেঘলা রূপ ধারণ করে। কিছুক্ষণের মধ্যে শুরু হয় হালকা বৃষ্টি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ সৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। এতে আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়তে পারে।

আবা/এসআর/২৪

রাজধানী,বৃষ্টি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত