মহাখালী ফ্লাইওভার ব্যবহারে ট্রাফিক বিভাগের ‘বিশেষ বিজ্ঞপ্তি’
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৯:১৩ | অনলাইন সংস্করণ
সংস্কারকাজ চলমান থাকায় রাজধানীর মহাখালী ফ্লাইওভার ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ফ্লাইওভার ব্যবহারের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়-
সম্মানিত নগরবাসী, ঢাকা উত্তর সিটি করপোরেশন এর বরাতে আপনাদের সকলের অবগতির জন্য এই মর্মে জানানো যাচ্ছে যে, মহাখালী ফ্লাইওভার এর Expansion Joint সমূহ প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে।
১. আগামী ০৫/১১/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ হতে ১১/১১/২০২৪ তারিখ পর্যন্ত প্রতিদিন রাত ০৯:০০ হতে পরেরদিন সকাল ০৮:০০ টা পর্যন্ত জাহাঙ্গীর গেইট হতে কাকলী অভিমুখী যানবাহনসমূহ শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।
২. আগামী ১২/১১/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ হতে ১৮/১১/২০২৪ তারিখ পর্যন্ত প্রতিদিন রাত ০৯:০০ ঘটিকা হতে পরেরদিন সকাল ০৮:০০ ঘটিকা পর্যন্ত কাকলী হতে জাহাঙ্গীর গেইট অভিমুখী যানবাহন শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।