ঢাকা ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন

১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর বনানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সোয়া ৪টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি জানান, বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কড়াইল বস্তির বউবাজারে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই তিনটি স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি।

আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত