রাজধানীর মিরপুরে মোটরসাইকেলের গ্যারেজে অগ্নিকাণ্ড

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২২:৩৬ | অনলাইন সংস্করণ

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে ফায়ার সার্ভিস ট্রেনিং কেন্দ্রের বিপরীত পাশে মোটরসাইকেলের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে জানা যায়নি।

 

আবা/এসআর/২৪