ঢাকা ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

পরিবেশ অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

পরিবেশ অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

পরিবেশ অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীতে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

পরিবেশ অধিদপ্তরের সদস্য সচিব ও রিসার্চ অফিসার মোঃ মাহবুবুর রহমান খান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টার, লিফলেট ও ব্যানারবিহীনভাবে সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তিতে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে পরিচালক মির্জা শওকত আলী এবং সাধারণ সম্পাদক পদে উপপরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান নির্বাচিত হন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মির্জা আসাদুল কিবরীয়া ও কোষাধক্ষ পদে বিজয়ী হন হোসেন শুভ মুঞ্জুরি।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে রাজিনারা বেগমের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট কমিশন নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। নির্বাচনে ২৯টি পদের বিপরীতে মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এসময় নির্বাচনের প্রার্থীরা পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরকে অধিকতর শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচনকে স্মরণীয় ও উৎসবমুখর করতে অনলাইন ভোটকেন্দ্র স্থাপন, প্রার্থীদের ডিজিটাল পোস্টার সমূহের মধ্য থেকে শ্রেষ্ঠ ডিজিটাল পোস্টার নির্ধারণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরে ঘটে বর্তমান ও প্রাক্তন কর্মকর্তাদের মিলনমেলা।

এর আগে, গত বছরের ২৯ ডিসেম্বর নির্বাচনের তফসিল ও আচরণবিধি ঘোষণা করা হয়েছিল।

পরিবেশ অধিদপ্তর,অফিসার্স এসোসিয়েশন,নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত