ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীতে আউটসোর্সিং কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান

রাজধানীতে আউটসোর্সিং কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান

চাকরি স্থায়ী করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করা আউটসোর্সিং কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করা হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সড়কে অবস্থান নেন আউটসোর্সিং কর্মীরা। এতে সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

এ সময় পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। তবে তা উপেক্ষা করেই সড়কে অবস্থান করেন তারা। একপর্যায়ে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

প্রসঙ্গত, বিক্ষোভকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দফতর ও অধিদফতরের সকল প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে আসছেন।

জলকামান,লাঠিচার্জ,পুলিশ,আউটসোর্সিং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত