ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

কর্মবিরতি প্রত্যাহার, চালু হল মেট্রোরেলের টিকিট ব্যবস্থা

কর্মবিরতি প্রত্যাহার, চালু হল মেট্রোরেলের টিকিট ব্যবস্থা

প্রায় দেড় ঘন্টা পর কর্তৃপক্ষের আশ্বাসে নিজেদের ঘোষণা করা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন মেট্রোরেলের কর্মীরা। এতে করে পুনরায় চালু হয়েছে মেট্রোরেলের টিকিট ব্যবস্থা।

সোমবার (১৭ মার্চ) সকালে কর্মবিরতি প্রত্যাহার করে নেন মেট্রোরেল কর্মীরা।

এর আগে, এমআরটি পুলিশের কয়েকজন সদস্যের দ্বারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতি পালনের ঘোষণা দেন মেট্রোরেল কর্মীরা।

তবে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে রেল চালু রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কর্মীদের কর্মবিরতির মধ্যেও সোমবার (১৭ মার্চ) সকাল থেকে শিডিউল মোতাবেক চলে মেট্রোরেল। আর কাউন্টার ফাঁকা থাকায় টিকিট ছাড়াই ভ্রমণ করতে পারছিলেন যাত্রীরা। এভাবে প্রায় দেড় ঘণ্টা চলার পর কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে মেট্রোরেলের কর্মীরা। এরপর পুনরায় চালু হয় টিকিট ব্যবস্থা।

ডিএমটিসিএল পরিচালক নাসির উদ্দিন আহমেদ (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) বলেন, মেট্রোরেলের কর্মীরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। টিকিট আগের মতই বিক্রি হচ্ছে।

এদিকে, ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারীদের’ ব্যানারে রোববার (১৬ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনা তুলে ধরে ৬টি দাবি জানান মেট্রোরেল কর্মীরা। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত মেট্রোরেলের সব স্টাফ কর্মবিরতি পালন করবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

কর্মবিরতি,মেট্রোরেল,টিকিট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত