পথযাত্রীদের মাঝে মাদানী মজলিসের ইফতার বিতরণ

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১৬:৫৯ | অনলাইন সংস্করণ

  মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

দেশবরেণ্য আলেম মুফতি হাফীজুদ্দীনের নির্দেশনায় ও মাদানী মজলিস বাংলাদেশের ব্যবস্থাপনায় পথযাত্রীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাজধানীর মালিবাগ শহিদি মসজিদ ও রামপুরা ওয়াপদা সড়ক এলাকায় চলাচলকারী চার শ’ রোজাদারের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করা হয়।

ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মালিবাগ শহিদি মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইফুল্লাহ, মাওলানা নাজমুল হাসান, মাওলানা হানজালা, স্বেচ্ছাসেবক মুহাম্মদ নূর ইসলামসহ মাদানী মজলিস বাংলাদেশের কর্মীরা।

ইফতার বিতরণ সম্পর্কে মুফতি হাফীজুদ্দীন বলেন, ‘ইফতারের ঠিক আগ মুহূর্তে অনেক রোজাদার যানজট বা বিভিন্ন কারণে ঘরে পৌঁছাতে পারেন না। ফলে ইফতারের গুরুত্বপূর্ণ আমল থেকে বঞ্চিত হন৷ অনেক সময় সামান্য খেজুর বা পানি দিয়েও রোজা ভাঙার সুযোগ হয় না তাদের। পথযাত্রীদের এমন কষ্ট লাঘব করতেই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও সাধ্য ও সামর্থ্যানুযায়ী এ বরকতময় আমলটি অব্যাহত রাখার চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ।’