ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীতে সিএনজি গ্যারেজে আগুন

রাজধানীতে সিএনজি গ্যারেজে আগুন

রাজধানীর রামপুরায় সিএনজি ও অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ভোর ৫টা ২৮ মিনিটে খবর আসে রামপুরা টিভি সেন্টারের পাশে সিএনজি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর প্রথমে সেখানে চারটি ইউনিটকে পাঠানো হয়। পরবর্তীতে উদ্ধার কাজে যোগ দেয় আরও দুটি ইউনিট।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। খিলগাঁও,বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আবা/এসআর/২৫

রাজধানী,আগুন,সিএনজি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত