রাজধানীর বনানীতে গার্মেন্টস শ্রমিকদের বহন করা পরিস্থান পরিবহনের একটি বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৪২ জন।
শুক্রবার (২৮ মার্চ) ভোরে বনানীতে এ দুর্ঘটনা ঘটে।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিস্থান পরিবহনের একটি বাস আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত গার্মেন্টস শ্রমিকদের আনা নেওয়া করতো। গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুর যাচ্ছিল। এর মাঝখানে বনানীতে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।