ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

কদমতলীতে অভিযানে অপরাধ চক্রের ৮ সদস্য গ্রেফতার

কদমতলীতে অভিযানে অপরাধ চক্রের ৮ সদস্য গ্রেফতার

ডিএমপির কদমতলী থানার আইনি সেবা কার্যক্রম প্রশংসনীয় ভূমিকা পালন করে চলছে। বর্তমান অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব যোগদানের পর থেকেই নিরাপত্তা জোরদার হয়েছে। ব্যবসায়ীদের জীবনযাত্রায় এসেছে স্বস্তি।

থানায় আগত সেবাপ্রত্যাশীরা অনুমতি ছাড়াই অফিসার ইনচার্জের সাথে সরাসরি সমস্যা নিয়ে কথা বলতে পারেন।

কদমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, মানুষ হয়ে মানুষের মুখে হাসি ফোটানো অনেক বড় সুভাগ্যের। থানায় যারা আসেন নিরুপায় হয়ে আইনি সহযোগিতা নিতে আসেন, তাদের সেবা শতভাগ নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদকে সামনে রেখে টহল জোরদারসহ অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছি।

ইতিমধ্যে রিয়াল প্রতারক চারজন, অজ্ঞান পার্টির সদস্য একজন, ছিনতাইকারী একজন, মাদক বিক্রেতা একজন, মাদকসেবী একজন-সহ মোট আটজন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, জানান তিনি।

ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, আমাদের ডিএমপির সম্মানিত পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনারের কঠোর নির্দেশনা অনুযায়ী নাগরিকের জানমাল নিরাপদ রাখতে আমরা কাজ করে যাচ্ছি।

কদমতলী,অভিযান,অপরাধ চক্র,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত