ঢাকা ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবেশেষে কারাগারমুক্ত হলেন সাংবাদিক কাজল

অবেশেষে কারাগারমুক্ত হলেন সাংবাদিক কাজল

ফটোসাংবাদিক সফিকুল ইসলাম কাজল অবেশেষে কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করেছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি লাভ করে বাসায় যান তিনি। শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানী ঢাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়েছিলেন সাংবাদিক কাজল। তার সন্ধান চেয়ে আন্দোলনে নামেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এক পর্যায়ে গত ৩ মে বেনাপোলের সীমান্ত এলাকায় তার সন্ধান পাওয়া যায়।

সন্ধান পাওয়ার পর বেনাপোল থেকে গ্রেপ্তার করে কাজলের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়।

গত ২৪ নভেম্বর শেরেবাংলা নগর থানায় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পান সাংবাদিক কাজল। এর পর ১৭ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

ওইদিন রাজধানীর কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানার এ দুই মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

সাংবাদিক কাজল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত