ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রায়পুরায় নিখোঁজের তিনদিন পর মিলল মাঝির লাশ

রায়পুরায় নিখোঁজের তিনদিন পর মিলল মাঝির লাশ

নরসিংদী রায়পুরায় নিখোঁজের তিনদিন পর ফাহিম লাদেন (২৫) নামে এক নৌকার মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ( ৪ মে ) দুপুরে উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের আমিরাবাদ এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ফাহিম উপজেলার শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহ্চর এলাকার আওলাদ হোসেন ছেলে। সে পেশায় একজন নৌকার মাঝি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১ মে) মাঝি ফাহিমকে অজ্ঞাত এক ব্যক্তি ফোনে শ্রীনগরের বাঘাইকান্দি এলাকার মেঘনা পাড়ে ডেকে নেয়। ওই সময় তিনি নৌকা নিয়ে সেখান যান। পরে সেখানে তার নৌকা ও পড়নের একটি প্যান্ট পাওয়া গেলেও নিখোঁজ ছিলেন ফাহিম। তারপর থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও ফাহিমের সন্ধান না পাওয়ায় গত সোমবার (২ মে) রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার।

বুধবার সকালে উপজেলা আমিরাবাদ এলাকার মেঘনায় অজ্ঞাত একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। দুপুরে নৌ পুলিশ ও রায়পুরা থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে খবর পেয়ে সেখানে গিয়ে স্বজনরা ফাহিমের লাশ শনাক্ত করেন।

নিহতের চাচতো ভাই বেলায়েত হোসেন বলেন, আমাদের জানামতে ফাহিমের কোন শত্রু ছিলনা। সে তার মাকে বলেছিল, যাত্রী পারাপার শেষে বাড়ি ফিরবে। এরপর আর বাড়ি ফিরেননি ফাহিম। পরে খোঁজ নিয়ে জানতে পারি বাঘাইকান্দি ঘাটে তার নৌকাটি বাঁধা আছে। পরে সেখানে গিয়ে নৌকা থেকে একটি চাপাতি ও ব্ল্যাড পাওয়া যায়।

মির্জারচর নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ (এসআই) প্রদ্যুৎ সরকার জানান, নিলক্ষার জামাল মেম্বারের ঘাটে একটি মরদেহ ভাসছে এমন সংবাদ পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করি। পরে তার স্বজনরা লাশটি ফাহিমের বলে শনাক্ত করে। মরদেহটি মাথা ও শরীরের একাধিক আঘাত চিহ্ন পাওয়া গেছে।

রায়পুরা থানার পরিদর্শন (তদন্ত) গোবিন্দ সরকার জানান, খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও নৌ পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠাই । এর আগে নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার।

রায়পুরা,নিখোঁজ,নৌকার মাঝি,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত