গাজীপুরের শ্রীপুরে গুণগত ও মানসস্পন্ন খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে জেমকো এগ্রো লিমিটেডের অন্যতম ব্রান্ড ‘হাউজ অফ টেস্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ মাওনা শাখার উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার রাতে মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এটির উদ্বোধন করেন ঢাকাই ছবির দর্শকপ্রিয় অভিনেতা আরিফিন শুভ।
এ সময় উপস্থিত ছিলেন জেমকো এগ্রো লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহীম খলিল, ম্যানেজিং ডিরেক্টর হযরত আলী, পরিচালক সাদ্দাম হোসেন, তেলিহাটি ইউপি চেয়ারম্যান বাতেন সরকার, শ্রীপুর ইউসিসিএ লি: সভাপতি আমির হামজা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আসমত আলী আরিফ, কামরুল হাসান, সাইফুল ইসলাম, হাবিল আহাম্মেদ প্রমুখ।
ম্যানেজিং ডিরেক্টর হযরত আলী জানান, সর্বোচ্চ গ্রাহক সুবিধা নিশ্চিত করে পরিষ্কার-পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে এই রেস্টুরেন্টে নানা স্বাদের খাবার পাওয়া যাবে।