ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী শান্তা খাতুনকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। সে রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার শ্রী মোন্তপুর মহল্লার আব্দুল কাদেরের মেয়ে।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত