সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী শান্তা খাতুনকে (২১) গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। সে রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার শ্রী মোন্তপুর মহল্লার আব্দুল কাদেরের মেয়ে।
র্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।