বিষধর সাপের কামড়ে সালেহা বেগম নামে (৬০) বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন শুকানদিঘি গ্রামের মৃত্যু আব্দুল হাইয়ের স্ত্রী। ঘটনাটি ঘটেছে আজ শনিবার আনুমানিক সকাল ৬ টায়।
মৃতের পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার রাতের খাওয়া শেষে সালেহা বেগম ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে ফজরের নামাজের সময় বিছানা থেকে উঠতে গেলে একটি বিষধর সাপ তাঁর ডান হাতে দংশন করে। এসময় তাঁর চিৎকারে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে আসার পথে কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে তাঁর মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।