চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি আহসান, সম্পাদক শোভন

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ১৫:২৮ | অনলাইন সংস্করণ

  মো. শওকত আলী, চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৩ সালের সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক চাঁদপুর প্রবাহের বার্তা সম্পাদক আল-ইমরান শোভন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা মনোনীত হন। 

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে ক্লাবে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তের পর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা (বাংলা ভিশন), সহ-সভাপতি সোহেল রুশদী (বিজয় টিভি), শাহাদাত হোসেন শান্ত (মানবকন্ঠ) ও রোকনুজ্জামান রোকন (চাঁদপুরজমিন), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন (ইলশেপাড়), যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন (চাঁদপুর সকাল), মোরশেদ আলম (মানবজমিন) ও শওকত আলী (আলোকিত বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (দৈনিক চাঁদপুর প্রতিদিন), এম এ লতিফ (আমাদের সময়), চৌধুরী ইয়াসিন ইকরাম (দৈনিক খবর) ও কাদের পলাশ (দৈনিক শপথ), কোষাধ্যক্ষ তালহা জুবায়ের (দেশ রুপান্তর), প্রচার ও দপ্তর সম্পাদক একে আজাদ (চাঁদপুর দর্পণ), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ (চাঁদপুর প্রবাহ), ক্রীড়া সম্পাদক এমআর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর), সাংস্কৃতিক সম্পাদক আবদুল ওয়াদুদ বেপারী (বৈশাখী টিভি), সমাজকল্যাণ সম্পাদক শরীফ মোঃ আশ্রাফুল হক (আমাদের অঙ্গীকার), আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম (সকালের খবর), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুনাওয়ার কানন (চাঁদপুর কাগজ)।

নির্বাহী সদস্য যথাক্রমে-কাজী শাহাদাত (চাঁদপুর কন্ঠ), অধ্যক্ষ জালাল চৌধুরী (জনকন্ঠ), শহীদ পাটোয়ারী (চাঁদপুর বার্তা), বিএম হান্নান (ইনকিলাব), শরীফ চৌধুরী (আরটিভ), ইকবাল হোসেন পাটোয়ারী (সমকাল), গিয়াসউদ্দিন মিলন  (মেঘনা বার্ত), আলহাজ ওচমান গনি পাটওয়ারী (চাঁদপুর প্রবাহ), মির্জা জাকির (যুগান্তর), ল²ণ চন্দ্র সূত্রধর (দেশ টিভি), রিয়াদ ফেরদৌস (জিটিভি), মুনির চৌধুরী (দিনকাল), ওমর পাটওয়ারী (মেঘনা বার্তা), আলম পলাশ (প্রথম আলো), ফারুক আহমেদ (সময় টিভি), আবদুস সালাম আজাদ জুয়েল (বাসস) ও মোঃ মিজানুর রহমান লিটন (আলোকিত চাঁদপুর)।