নতুন বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রীর উপহার ‘জাতীয়ভাবে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ’ এর অংশ হিসেবে পিরোজপুরে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি। বিনা মূল্যে নতুন ক্লাসের নতুন পাঠ্যবই পেয়ে উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা। রোববার সকালে সদর উপজেলা পরিষদ শহীদ ওমর ফারুক মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই বিতরণের ব্যবস্থা করে দিয়েছেন। এই সুযোগ একজনের পক্ষেই দেওয়া সম্ভব হয়েছে, যিনি চান এই জাতি শিক্ষিত হোক, তিনি আর কেউ নন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলছেন, ‘নারীর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নারী নীতি প্রণয়ন করতে হবে’। বই উৎসব অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, এনএসআই’র যুগ্ন পরিচালক মো. আব্দুল কাদের, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়াম জাহান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি প্রমুখ।