সিরাজগঞ্জে মাসব্যাপী মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায়ের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গণহত্যা অনুসন্ধান কমিটির আয়োজনে রোববার রাতে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ প্রদর্শনী শুরু হয়। উক্ত কমিটির আহবায়ক সাইফুল সলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনী উদ্বোধন করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র আমাদের দলিল। এ দেশ বিপুল ত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছিলো। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষে এসব প্রামাণ্যচিত্র প্রদর্শন করা প্রয়োজন। মাসব্যাপী এ প্রদর্শনীতে শহীদ বুদ্ধিজীবী ও বিশিষ্ট চলচ্চিত্রকার জহির রায়হান পরিচালিত মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে বিশ্বব্যাপী জনমত তৈরির ক্ষেত্রে স্টপ জেনোসাইড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো। এটি জেলার বিভিন্ন গ্রামঞ্চলে মাসব্যাপী প্রদর্শন করা হবে। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, বীরমুক্তিযোদ্ধা ইসহাক আলী, বীরমুক্তিযোদ্ধা ছোরহাব আলী ও ওই কমিটির সদস্য নব কুমার কর্মকারসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।