ঢাকা ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মাসব্যাপী মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুরু

সিরাজগঞ্জে মাসব্যাপী মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুরু

সিরাজগঞ্জে মাসব্যাপী মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায়ের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গণহত্যা অনুসন্ধান কমিটির আয়োজনে রোববার রাতে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ প্রদর্শনী শুরু হয়। উক্ত কমিটির আহবায়ক সাইফুল সলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনী উদ্বোধন করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র আমাদের দলিল। এ দেশ বিপুল ত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছিলো। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষে এসব প্রামাণ্যচিত্র প্রদর্শন করা প্রয়োজন। মাসব্যাপী এ প্রদর্শনীতে শহীদ বুদ্ধিজীবী ও বিশিষ্ট চলচ্চিত্রকার জহির রায়হান পরিচালিত মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে বিশ্বব্যাপী জনমত তৈরির ক্ষেত্রে স্টপ জেনোসাইড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো। এটি জেলার বিভিন্ন গ্রামঞ্চলে মাসব্যাপী প্রদর্শন করা হবে। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, বীরমুক্তিযোদ্ধা ইসহাক আলী, বীরমুক্তিযোদ্ধা ছোরহাব আলী ও ওই কমিটির সদস্য নব কুমার কর্মকারসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,মুক্তিযুদ্ধ,প্রামাণ্যচিত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত