ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অসহায় কৃষকদের মাঝে বিনামূলে বীজ বিতরণ 

অসহায় কৃষকদের মাঝে বিনামূলে বীজ বিতরণ 

পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে অসহায় কৃষকদের মাঝে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন বিনামূল্যে বীজ বিতরণ করেছেন। সোমবার সকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের অর্ধ শতাধিক কৃষকের মাঝে ঢেড়শ, বরবটি, ঝিঙা, করলা, মিষ্টি কুমড়ার বীজ বিতরণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার রেখা দাশ, ৬নং ওয়ার্ডের মেম্বার আবদুল মান্নান গণি, কৃষক নুরুল আলম, জাহাঙ্গীর আলম, আলী আজগর, আবুল বশর, আবদুল আজিজ, মো. আলমগীর, মনছুর আলম, কাজল চৌধুরী, আব্বাস মিঞা, কিরিটি চৌধুরী, রতন চৌধুরী, লিটন চৌধুরী, চন্দন দত্ত।

বীজ বিতরণকালে ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম বলেন, নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জুলকারনাইন চৌধুরী জীবন এলাকার অসহায় মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। প্রায় প্রতিদিন উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী, কৃষকদের মাঝে বীজ বিতরণ, অসহায় মানুষকে চিকিৎসা ও শিক্ষা সহায়তাসহ বিভিন্ন মানবিক কাজ অব্যাহত রেখেছে। সকলের সহযোগিতা পেলে তারা এ কাজ চলমান রাখবেন।

বীজ বিতরণ,দোভাষ ফাউন্ডেশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত